• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না’

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্কুলে আনতে পারি না।

অপদিকে একই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল- হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না।

তাহলে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যাপারে কি হবে, জানতে চাইলে সচিব বলেন, আমরা দুইটা পরিকল্পনা হাতে নিয়েছি৷ একটি হচ্ছে অক্টোবর খোলা হলে আরেকটি হচ্ছে নভেম্বর খোলা হলে। আর এ বছর স্কুল খোলা না হলে পরীক্ষাও হবে না। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল খোলা না গেলে আমরা শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করবো?

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –