• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

করোনা পরীক্ষায় অ্যান্টিজেন কিটের অনুমোদন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে সরকার। গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগমের সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ ঘোষণা দেয়া হয়েছে।

বিলকিস বেগম বলেন, আমরা স্বাস্থ্যসেবায় অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতি দেয়ার বিজ্ঞপ্তি দিয়েছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্বর্তীকালীন গাইডলাইন অনুযায়ী সব সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে।

গত ৫ জুলাই অ্যান্টিজেন ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য অধিদফতর। কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিও এর জন্য বেশ কয়েকবার সুপারিশ করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –