• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনায় পার্বতীপুরের আলোকিত মানুষ নীলকান্ত মহন্তের মৃত্যু

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

চলে গেলেন দিনাজপুর জেলার পার্বতীপুরের সবার প্রিয় আলোকিত মানুষ নীলকান্ত মহন্ত। বৃহস্পতিবার রাত ১২টায় তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে মারা যান। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। 

বর্ণাঢ্য জীবনের নীলকন্তা মহন্ত পার্বতীপুরের সামজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠা প্রগতি সংঘের নাট্যকার, নাট্যপরিচালক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পার্বতীপুর শাখার সভাপতি, কালিবাড়ী মন্দির কমিটির উপদেষ্টা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পার্বতীপুর শাখা আহ্বায়ক, গণজাগরন মঞ্চ পার্বতীপুর শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণজাগরন মঞ্চ পার্বতীপুর শাখা সদস্য সচিব আবদুল কাদির গভীর শোক জানিয়েছেন।

শুক্রবার বেলা দেড়টায় নীলকান্ত মহন্তের মরদেহ তার নিজ গ্রাম রামপুর ইউনিয়নের বাসু পাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প অর্পণ শেষে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলে সমাহিত করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –