• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

দিনাজপুরের চিরিরবন্দরে রেললাইন পার হওয়ার সময় কাঞ্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদুল ইসলাম একই উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারি গ্রামের আবুল কালাম আজদের ছেলে। রশিদুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিলেন। 

জানা যায়, সকালে রশিদুল কানে হেডফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনতে শুনতে বাড়ি হতে বের হয়ে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি তিনি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এসআই রুবেল হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহালের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –