• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কাহারোলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ১০ মে ২০২১  

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারের মাঝে ৫০ বান ঢেউটিন ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে কাহারোল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল ঢেউটিন ও চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মনিরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ছানাউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. কুতুবউদ্দীন প্রমুখ। 

এছাড়া করোনা ভাইরাসের কারণে লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লবণ বিতরণ করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –