• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কাহারোলে মাঠে মাঠে বোরো ধানে ভরে গেছে মাঠ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

কাহারোল উপজেলায় মাঠে মাঠে সবুজের ঢেউ খেলছে। বোরো ধানে ভরে গেছে মাঠ। হালকা বাতাসে দোল খাচ্ছে বোরো ধান। এতে মন দুলছে কৃষকদের।

কাহারোল উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ৫ হাজার ৫৫০ হেক্টরের অধিক জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে মুকুন্দপুর ইউনিয়ন ও রামচন্দ্রপুর ইউনিয়নে বেশি পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, ধানের গাছগুলোও দর্শনীয় হয়ে উঠেছে। পোকার আক্রমণ নেই বললেই চলে।

কাহারোল উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, কৃষকরা যাতে বোরো চাষে লাভবান হতে পারেন সেজন্য মাঠ পর্যায়ে আমরা সার্বক্ষণিক তদারকি করছি। কোনো সমস্যা দেখা দিলে আমরা প্রতিকারের ব্যবস্থা নিয়েছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –