• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে রোকসানা বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভা এলাকার নাওডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। ঘটনার পর পুলিশ শয়নকক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই গ্রামের সেকেন্দার আলীর পূত্র রাসেল মিয়ার সাথে পাশের রাজারহাট উপজেলার সওদাগর পাড়ার রফিকুল ইসলামের মেয়ে রোকসানা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে দুজনের জীবনে কলহ লেগেই থাকতো। এরই জেরে বুধবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে দুপুরের দিকে সবার অজান্তে রোকসানা বেগম তার শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনা জানাজানির পর পরিবারের লোকজন পুলিশে খবর দিলে, পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরৎহাল শেষে শেষ বিকেলে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –