• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকাল ১১টার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে সাত আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, রাজারহাট থানায় একজন, উলিপুর থানায় দুইজন, নাগেশ্বরী থানায় একজন, কচাকাটা থানায় একজন, নিয়মিত মামলায় বারোজন, ১৫১ ধারায় একজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি-বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –