• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দরিদ্র নারীদের মাঝে অর্থ সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। 

সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল ইসলাম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. জাফর আলী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌল মেয়র কাজিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন নারীকে সেলাই মেশিন ও ১৪ জন নারীকে অর্থ সহায়তা দেয়া হয়।  

অপরদিকে বিকেলে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মুসা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন দেশের বিশিষ্ট নাগরিক একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, মুক্তিযুদ্ধের গবেষক ও রাজনীতিক জনাব এস. এম. আব্রাহাম লিংকন। 

তিনি আলোচনায় বলেন বঙ্গবন্ধুর জীবনে ফজিলাতুন নেছার মতন মহিয়ষী নারীর আগমণ না ঘটলে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ও জাতির জনক হয়ে ওঠা আরো কঠিন হতো। বঙ্গবন্ধু তাঁর জীবনে বঙ্গমাতার প্রভাব ও গঠনমূলক অবদানের কথা বারংবার স্বীকার করেছেন। সভায় আরো আলোচনা করেন অ্যাড. সুজিৎ কুমার চক্রবর্তী।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –