• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

খানসামায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

খানসামায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু             
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামে মোবাইলফোন চার্জ দিতে গিয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের আজিমউদ্দিন শাহ্ পাড়ার আবু হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রেজিনা খাতুন (২৫) উপজেলার সুবর্ণখুলী গ্রামের আজিমউদ্দিন শাহ্ পাড়ার আবু হাসানের স্ত্রী এবং এক সন্তানের জননী। 

প্রতিবেশীরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বাড়িতেই রেজিনা খাতুন নিজ শয়নকক্ষে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পরে যান। এরপর বাড়ির লোকজন দ্রুত সময়ের মধ্যে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, এ ধরনের মৃত্যু কাম্য নয়। তাই বিদ্যুতের ব্যবহারে সকলকে সচেতন হতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –