• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

খানসামায় সড়ক এবং পানি পথে নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা কর্মশালা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩  

খানসামায় সড়ক এবং পানি পথে নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা কর্মশালা          
দিনাজপুরের খানসামা উপজেলায় সড়কে নিরাপত্তা, পানিতে ডুব দেওয়া এবং পানি পথে নিরাপত্তার জন্য গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জেলা সিভিল সার্জনের বাস্তবায়নে সড়কে চলাচলে নিরাপত্তা, পুকুরে গোসল করতে গিয়ে সাঁতারসহ পানি পথে দুর্ঘটনায় করণীয় ও নিরাপত্তা, বিভিন্ন প্রাণীর হাত থেকে রক্ষা ও করণীয় বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চিকিৎসক, জনপ্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইমাম ও সাংবাদিকরা অংশগ্রহন করেন। 

এসময় খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ কমিউনিটি ক্লিনিকের সভাপতিবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইমাম ও সাংবাদিকবৃন্দ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –