• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

খাবার নিয়ে গভীর রাতে অসহায় মানুষের বাড়িতে এমপি গোপাল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

গভীর রাতে হাতে খাবার নিয়ে অসহায় মানুষের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি লবণ এবং একটি সাবান।

গিত শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে এভাবেই দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকার ২শ অসহায় মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এমপি।

জানতে চাইলে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, প্রাণঘাতী করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় দেশের জনগণের পাশে আছেন, থাকবেন। আপনারা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমি আপনাদের পাশে সব সময় আছি, থাকবো। 

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –