• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

খেলাধুলার প্রতি সরকারের গভীর মনোযোগ রয়েছে- খালিদ মাহমুদ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের জয়ে ক্রীড়াঙ্গনে সামগ্রিক আত্মবিশ্বাস বেড়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে সানু-মামুন স্মৃতি ভলিবল ও ফিরোজ্জামান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি সরকারের গভীর মনোযোগ রয়েছে। আর এজন্যই বিশ্বজয় করতে পেরেছি। আগামী দিনে আমরা অন্যান্য ইভেন্টেও বিশ্বজয় করব।

বোচাগঞ্জের ইউএনও ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –