• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গণহত্যা নিয়ে সংশয়কারীরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৯৭১ সালের গণহত্যার সংখ্যা নিয়ে যারা সংশয় প্রকাশ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট করে দেখতে চান।

গতকাল রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, গণহত্যা জাদুঘরের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হলো গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের ‘পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং (পিজিটি)’ কোর্সের ব্যবস্থা। যা শুধু মুক্তিযোদ্ধা বিষয়ক ট্রেনিং দেওয়াই নয় বরং নতুন মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষকের সৃষ্টি করে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা গণহত্যা জাদুঘরের সভাপতি ড. মুনতাসীর মামুন, নবম পিজিটি কোর্সের পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –