• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গভীর রাতে মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছালেন দিনাজপুর জেলা প্রশাসক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

গভীর রাতে মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছালেন দিনাজপুর জেলা প্রশাসক          
কুয়াশা ভরা রাতে কনকনে শীত নিবারনে অসহায় ছিন্নমুল ও প্রতিবন্ধীদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র পৌছে দিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

গত বুধবার দিবাগত গভীর রাতে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্তরের অসহায় শীতার্ত মানুষ গুলোর শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক।

কনকনে শীতের রাতে শীতবস্ত্র পেয়ে অসহায়, ছিন্নমুল ও প্রতিবন্ধীরা খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে।

এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, কনকনে এ শীতে অসহায় মানুষগুলোর কষ্ট নিজে অনুভব করেছি। প্রকৃত শীতার্তদের নিজ হাতে উপহারগুলো বিতরণ করে আত্মতৃপ্তির কথা জানান তিনি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলেও জানান জেলা প্রশাসক।

শীতবস্ত্র বিতরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু প্রমুখ ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –