• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

গানের তালে ছোট্ট পিকআপে ২৫ কিশোরের নাচানাচি, পথে জরিমানা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

ছোট্ট একটি পিকআপে করে ২৫ কিশোর যাচ্ছিল আনন্দ ভ্রমণে। সঙ্গে ছিল পাঁচটি সাউন্ড বক্স। বক্সে উচ্চস্বরে বিভিন্ন গানের তালে তালে নাচানাচি করছিল তারা।

তবে আনন্দ ভ্রমণে বের হয়ে তাদের গুনতে হয়েছে জরিমানা। পথে পিকআপটি গতিরোধ করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকারি কলেজের সামনের এ ঘটনা ঘটে।

আনন্দ ভ্রমণে বের হওয়া কিশোরদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তারা নাটোরে যাচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ছোট্ট একটি পিকআপে যাত্রী ছিল ২৫ কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স ছিল। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতো। তাই সতর্ক করতেই কিশোরদের জরিমানা করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –