• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গুপ্তধন উত্তোলনের কথা বলে ডেকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ!

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১  

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বড় ডাঙ্গাপাড়ায় বাড়ি থেকে গুপ্তধন উত্তোলনের কথা বলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ভুয়া কবিরাজকে আটক করেছে পুলিশ। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বড় ডাঙ্গাপাড়ায় গত ৪ মার্চ এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা বিশাইনাথপুর গ্রামের মমতাজ আলীর ছেলে মেসাতালেব (৪০) ও ফয়জার রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩২)। 

জানা গেছে, ভণ্ড দুই কবিরাজ হিলির বড় ডাঙ্গাপাড়ার মন্টু মিয়াকে বলেন তার বাড়িতে গুপ্তধন আছে। তারা সেই গুপ্তধন তুলে দিতে পারবেন- তবে একজন নারী লাগবে। কবিরাজের কথামত মন্টু ও তার লোকজন বিরামপুর থেকে পাঁচ হাজার টাকায় এক নারীকে ভাড়া করে নিয়ে আসে। ঘটনার রাতে প্রতারক দুই ভুয়া কবিরাজ ওই নারীর শরীরে জিন হাজির করার কথা বলে নির্জন ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ওই নারী পরদিন বাড়িতে গিয়ে তার অভিভাবকদের ধর্ষণের ঘটনা খুলে বলেন। পরে তারা ওই দুই কবিরাজকে ফোন দিয়ে তাদের বাড়িতে ডেকে আনেন এবং আটকে রাখেন। কবিরাজের পরিবার থেকে ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশকে জানায়। পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং নারীকে ধর্ষণের বিষয়টি অবগত হয়ে হাকিমপুর থানায় সোপর্দ করে।

আজ মঙ্গলবার ভুক্তভোগী ওই নারী ওই দুই কবিররাজসহ পাঁচজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –