• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঘোড়াঘাটে প্রাচীন শিলালিপি উদ্ধার

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাচীনকালের একটি শিলালিপি উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া গ্রাম থেকে এ শিলালিপি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের মাটি ভেকু দ্বারা সমান করতে গিয়ে ভেকু চালক প্রাচীনকালের শিলালিপিটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মফিজুল ইসলামকে অবগত করেন। পরে তিনি ঘোড়াঘাট পুলিশকে খবর দেন। পুলিশ শিলালিপিটি উদ্ধার করে থানায় নেয়।

এলাকাবাসীরা বলছেন, বহু বছর আগে এখানে জমিদারদের বাস ছিল। ধারণা করা হয় এটি কোন জমিদারের বা মহারাজাদের কবরের শিলালিপি। 

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –