• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘোড়াঘাটে মোটরসাইকেল কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

ঘোড়াঘাটে মোটরসাইকেল কেড়ে নিল  ব্যাংক কর্মকর্তার প্রাণ                    
দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম নামে ৬৭ বছর বয়সী সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল উপজেলার সিংড়া গ্রামের হযরত আলী মণ্ডলের ছেলে। রানীগঞ্জ বাজারে তার কীটনাশক ও সারের দোকান রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, দুপুরে বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন জহুরুল। মহাসড়কের ধারে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি মোটরসাইকেল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –