• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঘোড়াঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার বিকেল ৩টায় ২০২০ অর্থ বছরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা। 

এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাফর ইকবাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার জানান, ২০২০ অর্থ বছরে রবি মৌসুমে বোরো, সরিষা, গম, মরিচ, টমেটো, সূর্যমূখী চাষের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা জানান, বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ পেয়েছি। সরকার আমাদের মত কৃষকদের কথা ভেবে এমন প্রণোদনা দিয়ে আবারও প্রমাণ করল বর্তমান সরকার ‍কৃষক ও কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর এই প্রণোদনা আমাদের কষ্টের অনেকটা লাঘব করবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –