• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘোড়াঘাটে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুজন সরকার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক বগুড়া জেলার সোনাতলা উপজেলার নাগলু গ্রামের অতুল সরকারের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কর্মচারী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার সময় লাল রঙের একটি মোটরসাইকেল ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। নিশাইশা এলাকার কারিগরি কলেজ অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক সুজন সরকারের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি সব প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –