• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘোড়াঘাটে দিন ব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

ঘোড়াঘাট থেকে মাহতাব উদ্দিন মাহমুদঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্র কল্যাণ সমিতির  উদ্যোগে এক দিন ব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৭ অক্টোবর ) সকাল ৮ টায় উপজেলার উত্তর দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Loading

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ শাহিন আলম, ডাঃ মোঃ মামুন খন্দকার ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আরাফাত হোসেন।

ঘোড়াঘাট উপজেলা ছাত্র কল্যাণ সমিতির স্বপ্ন দ্রষ্টা,স্বপ্নকে আলোরিত করার প্রত্যয় নিয়ে মোঃ আতিকুর রহমান টুকু বলেন, সমাজের ঝড়ে পড়া ও পিছিয়ে পড়া স্কুল ছাত্র-ছাত্রীদের পুনরায় স্কুল মুখী করার কার্যক্রম সহ ঘোড়াঘাট উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের কল্যাণের স্বার্থে আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ ও অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য ও মূল শ্লোগান হচ্ছে অধিকার নিশ্চিতের পথে আমরাই বাংলাদেশ। মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সংগঠনের মোঃ নাজমুল হোসাইন নাসিম, কাব্য ব্যাণার্জি ও আল আমিন। মেডিকেল ক্যাম্পে ১১০ জন চক্ষু রোগীদের বিনমূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –