• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘোড়াঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলার রহমান ও এসআই ফারুকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে আজাদ মোড় নামক স্থানে আসামির হাতে থাকা অফিসিয়াল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় আরেকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এই মাদকের চালান ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ।

আটক আসামি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মৃত সামসুল ফকিরের ছেলে সিরাজ ফকির(৪৩)। পলাতক আসামি দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার আফজাল হোসেনের ছেলে সানোয়ার হোসেন(৩৬)।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আটক আসামিকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –