• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

চরম দ্বন্দ্বে বিএনপির বুদ্ধিজীবী-রাজনীতিবিদরা

প্রকাশিত: ৮ মার্চ ২০২১  

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক নেতৃত্বের সমালোচনা করায় বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের কথা মানছে না দলটির শীর্ষ নেতাদের একটি অংশ। এতে চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন দলের বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা।
দলীয় সূত্র জানায়, বিএনপির রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, ড. শফিক রেহমানসহ আরো অনেকেই। তাদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রকাশ্যেই লন্ডনে ফেরারি তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করেন।

তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করে তিনি অনেকবার বলেছেন, লন্ডনে বসে দল চালানো সম্ভব নয়। ছোট ছোট করে চুল কাটলেই জিয়াউর রহমান হওয়া যায় না। বিএনপির সিনিয়র নেতাদের সম্পর্কেও তিনি অনেক সময় অনেক মন্তব্য করেছেন। এসব কারণেই তার কোনো পরামর্শই এখন আমলে নেয় না বিএনপির দাপুটে অংশ।

এ বিষয়ে জানতে চাইলে দলটির সিনিয়র ও নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, বিএনপি কখনোই ভালোটি গ্রহণ করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের কথাও আমলে নেয়নি।

তিনি বলেন, বর্তমানে তারেক রহমান ও তার নেতৃত্ব নিয়ে কথা বললে তা কখনো আমলে নেয় না বিএনপির সুবিধাভোগী নেতারা। কারণ দলের নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে দলে কর্তৃত্ব খাটাচ্ছেন। ফলে নেতাকর্মীরা পদ-পদবি হারানোর ভয়ে নতজানু হয়ে রয়েছেন।

বিএনপির আরেক সিনিয়র নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাজের কৌশল এবং রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীদের পরামর্শে রাত-দিন তফাত। শুধু তাই নয়, একে অপরের সঙ্গে সাংঘর্ষিকও বটে। এতে দলের নেতাকর্মীদের সঙ্গে বুদ্ধিজীবীদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ, সংসদে নির্বাচিত সদস্যদের যোগদানসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা পরামর্শ দেন। সে পরামর্শের তোয়াক্কা না করে শুধুমাত্র তারেক রহমানের একক সিদ্ধান্তে দলের নির্বাচিতরা সংসদে যোগ দেন, যা কোনোভাবেই কাম্য নয়। এজন্য অনেক দল ২০ দলীয় জোট ত্যাগ করেছে।

তিনি আরো বলেন, তারেক রহমান তো ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরোধী। ডা. জাফরুল্লাহ বিএনপির একজন বড় রাজনৈতিক বিশ্লেষক হওয়ার পরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কোনো কথাই আমলে নেন না।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –