• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চার কোচিং সেন্টারকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

দিনাজপুরে চলমান এসএসসি পরীক্ষার সময় নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে ৪টি কোচিং সেন্টারকে ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪টি কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেটকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।

দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।

এ সময় অভিযানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম ও কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –