• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চালের বাড়তি মজুত রেখে জরিমানা গুনলেন ৬ ব্যবসায়ী

প্রকাশিত: ১ জুন ২০২২  

দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলার তিনটি অটোরাইচ মিল এবং তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামে মিলেছে চালের বাড়তি মজুত। এ অপরাধে ছয় ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার এবং হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম।

দুই ইউএনও জানান, উৎপাদনের সময় চালের বাজার ঊর্ধ্বমুখী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়তি চালের মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি তিনটি হাসকিং মিল ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামে চালের বাড়তি মজুত পাওয়া যায়। এ অপরাধে ছয় ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –