• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

চিতলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

বাগেহাটের চিতলমারী উপজেলায় রাতের আঁধারে জায়গা দখলের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে চার নারীসহ সাতজন আহত হয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে সোমবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন- হরেন্দ্রনাথের পুত্র সত্যজিৎ রানা (৫৫), সত্যজিৎ রানার স্ত্রী বাসন্তী রানা (৫০) ও পুত্র মৃন্ময় রানা (২৭), অধিরের পুত্র দ্বিজেন্দ্রলাল গাইন (৫৬), সরোজের পুত্র ববিতা গাইন (৪৫), দ্বিজেন গাইনের স্ত্রী আলোমতি গাইন (৪৬), সহাদেবেরে স্ত্রী অঞ্জলী গাইন (৪০)।

আহতরা জানান, রবিবার রাত আটটার দিকে শ্যামপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বারের ছোট ভাই বিএনপি নেতা জিন্নাত আলী মীর তাদের জায়গা দখল করে ঘর তোলে। এ সময় বাধা দিলে তাদেরকে হাতুড়ি, লোহার রড, লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়।

অপরদিকে জিন্নাত আলী মীর জানান, চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া মৌজার বিধান গাইনের কাছ থেকে কয়েক মাস আগে তিনি এই জায়গা কিনে নেন। ক্রয়কৃত জায়গায় তিনি ঘর তোলেন। প্রতিপক্ষকে হামলা মারপিটের কথা তিনি অস্বীকার করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, রবিবার রাতে খবর শোনামাত্র তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –