• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

চিরিরবন্দরে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

মুজিব শতবর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিরিরবন্দরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দশআনিয়ার বান্নি নামকস্থানে গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম পি। অনুষ্ঠানে উপজেলার আব্দুলপুর, আউলিয়াপুকুর, ভিয়াইল, পুনট্টি ইউনিয়নেরও গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন- বর্তমান সরকার অসহায় মানুষের সরকার। অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন তা অতীতে কোন সরকারের আমলে করা হয়নি। তিনি প্রত্যেক গৃহহীনের জন্য ঘর করে দিচ্ছেন, যেন কেউ গৃহহীন না থাকে। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবেন অসহায়-দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলেও মন্তব্য করেন তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় প্রথম পর্যায়ে ১০টি গৃহ নির্মাণ করা হবে। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –