• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২                       
দিনাজপুরের চিরিরবন্দরে চুরি হওয়া ৫টি গরুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজনকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে গত ৯ আগস্ট দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চক সন্যাসী গ্রামে উত্তম কুমার দাসের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। 

এ সময় চোরেরা উত্তম কুমার দাসের বাড়ির গোয়ালঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে দাবি উত্তমের।  

গত ১০ আগস্ট দিবাগত ভোররাতে চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের মুন্সিপাড়ার আব্দুল লতিফের ছেলে মুক্তার সরদার (৩০) ও একই উপজেলার বাঘাচড়া হরতকিতলার মো. আজগার আলীর ছেলে মো. মোর্শেদ আলম (৩২) কে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ওই ৫টি গরু উদ্ধার করা হয়। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –