• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চিরিরবন্দরে নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭ মে ২০২১  

আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল মাহি আক্তার নামে (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। মৃত মাহি আক্তার দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রাজাপুকুর (কাঁউগা) গ্রামের আলহাজ্ব মনসুর আলীর মেয়ে। 

গতকাল রবিবার সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দরে এ ঘটনাটি ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীরদল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহ উদ্ধার করে।  

মৃত শিশু মাহির মামা আল আমিন ইসলাম জনি সাংবাদিকদের জানান, মাহি আক্তার দীর্ঘদিন ধরেই তাদের বাড়িতে বসবাস করে। রবিবার মাহি আক্তার তার সহপাঠির সাথে উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে উভয়কে পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয় জনৈক কামাল হোসেন একজনকে উদ্ধার করতে পারলেও মাহি আক্তারকে উদ্ধার করতে পারেনি।
পরে স্থানীয় লোকজন প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজির পরও নদীর তলদেশ থেকে মাহি আক্তারকে খুঁজে না পেলে থানায় সংবাদ দিলে পুলিশসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে ব্যর্থ হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালায়। প্রায় দেড় ঘন্টা পর মাহি আক্তারের মরদেহ আত্রাই নদী থেকে উদ্ধার করে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –