• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত        
চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আত্মবিশ্বাস বাড়াতে, নারী নির্যাতন প্রতিরোধ, আত্মরক্ষার দক্ষতাবৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী এ আত্মরক্ষা কৌশল বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

চিরিরবন্দর উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে দুইদিনের এ প্রশিক্ষনে ১০৫ জন নারী প্রশিক্ষনার্থী অংশ নিয়েছে। প্রশিক্ষণ পরিচালনায় আছেন মুসকান খান পিংকী।

বুধবার সকালে জেলার চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা।

এসময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সব রকম প্রতিকুলতা মোকাবেলা ও নির্ভয়ে পথচলার কৌশল জানাতে মূলত এ প্রশিক্ষণ। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা ও আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহী করতেই এই প্রশিক্ষন। এধরনের প্রশিক্ষনের মধ্য দিয়ে প্রশিক্ষানার্থীরা নিজেদের ছাড়াও অন্যদের সহযোগীতাও করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনসহ অনেকে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –