• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ২১ মে ২০২৩  

 
দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব নামে একজন নিহত হয়েছেন এবং তার ছোটভাই নাহিদ (১২) আহত হয়েছেন। আহত নাহিদকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যার আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বজ্রপাতে নিহত আহসান হাবিব (২২) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিরিরবন্দরে গোবিন্দপুর গ্রামের আহসান হাবিব ও নাহিদ তাদের চাচা আনারুল ইসলামের হারিয়ে যাওয়া গরু খুঁজতে পাশের গ্রাম কেশবপুরে যায়। এসময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বড় ভাই আহসান হাবিব নিহত হয় এবং তার ছোট ভাই নাহিদ আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত নাহিদকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –