• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চিরিরবন্দরে বালুবাহী ট্রাকচাপায় দুই যুবলীগকর্মী নিহত

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

দিনাজপুরে চিরিরবন্দরে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় চিরিরবন্দরের খেরকাটীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চিরিরবন্দরের জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান ও একই উপজেলার খেরকাটি গ্রামের দেবেশ চন্দ্র রায়। 

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রাত ১০টার দিকে চিরিরবন্দরের খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, নিহতরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –