• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চিরিরবন্দরে বেগম রোকেয়া স্মৃতি সংঘের আলোচনা সভা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২  

দিনাজপুরের চিরিরবন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেগম রোকেয়া স্মৃতি সংঘ ও পাঠাগার।  

অনুষ্ঠানে উপজেলার সকল মহিলা কর্মকর্তাদের বেগম রোকেয়া সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

উপজেলার সাতনালা ইউনিয়নের ঘন্টাঘর বাজারে বেগম রোকেয়া স্মৃতি সংঘ ও পাঠাগার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, সাব রেজিষ্ট্রার উম্মে সালমা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসরীন নাহার কনক, সহকারি সার্জন ডা. জর্জিনা হক হাসি, ভেটেরিনারী সার্জন ডা. মৌসুমি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী হোসনে আরা, পল্লী বিদ্যুতের চিরিরবন্দর জোনাল অফিসের এজিএম ইশরাত সুলতানা, উপ-পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রহমানিয়া সিরাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মোস্তারিনাা বেগম, উপ-আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. সালমা বেগম, তথ্য সেবা কর্মকর্তা হাসিনা বানু প্রমুখ বক্তব্য রাখেন। 

এছাড়াও সাতনালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক শাহ, বর্তমান চেয়ারম্যান এনামুল হক শাহ এবং স্বাগত বক্তব্য রাখেন বেগম রোকেয়া স্মৃতি সংঘের সভাপতি হাবিবুর রহমান পলাশ। 

অনুষ্ঠানে সকল মহিলা কর্মকর্তাগণকে বেগম রোকেয়া সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –