• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চিরিরবন্দরে ভুয়া ম্যাজিস্ট্রেট জনতার হাতে আটক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে শহীদুল ফার্মেসীকে দেড় লক্ষ টাকা জরিমানা দাবি করায় নুর মোহাম্মদ (২৯) এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট থেকে তাকে আটক করা হয় । ভুয়া মেজিস্ট্রেট নুর মোহাম্মদ নীলফামারী জেলার সদর উপজেলার ধনীপাড়ার মৃত শহিদুল ইসলাম এর ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান লুনার জানান, ভূয়া মেজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ অভিযানের নামে ঠাঁকুরের হাটে শহীদুল ফার্মেসিতে গিয়ে দোকান মালিককে ভয়ভীতি় দেখিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা করে অর্থ আদায় করার চেষ্টা করে। এ সময় তার আচরণ দেখে সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা তাকে আটক করে চিরিরবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট ইরতিজা হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে করোনা সংকট বিবেচনায় নীলফামারী সদর থানাকে অবহিত করে ২ হাজার টাকা জরিমানা সহ ৯টি সিম ও ভূয়া সাংবাদিক আইডি কার্ড জব্দ করে শর্ত সাপেক্ষে মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –