• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন       
দিনাজপুরের চিরিরবন্দরে মুরগির খামারের পাশে আলমগীর হোসেন নামে ৩৩ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর মোল্লাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর কাদের শাহ্ পাড়ার আব্দুর জব্বার হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই নূর আলম জানান, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান আলমগীর। পরিবারের সদস্যরাও নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে দক্ষিণনগর মোল্লাপাড়া এলাকায় একটি মুরগির খামারের পাশে আলমগীরের লাশ পান স্থানীয় লোকজন।

তিনি আরো জানান, নিহতের দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –