• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

খনিজ সম্পদের ভান্ডার দিনাজপুরে একটি নতুন লোহার খনির সন্ধান মিলেছে। এ নতুন লোহার খনি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) সম্ভাব্য খনির অবস্থান চিহ্নিত করে খনন কাজ শুরু করেছে। চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের কেশবপুরে আজ ২ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি‘র) মহাপরিচালক যুগ্নসচিব ড. মো. শের আলী ড্রিলিং বা খনন কাজের উদ্বোধন করেন।

এসময় কূপ খনন কাজের দলপ্রধান হিসেবে উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. মাসুম রানা, উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. মিনহাজুল ইসলাম, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. নাজমুল হোসেন খান, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মঞ্জুর আহমেদ এলাহী, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. রোকনুজ্জামান, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রইসউদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের কেশবপুর মৌজায় জনৈক কেবার মোল্লার জমিতে এ খনি চিহ্নিত করেছে জিএসবি। প্রথম তিন মাস কূপ খনন করে খনিজ সম্পদের অনুসন্ধান কাজ চলবে। নতুন খনিতে লোহার কাঁচামাল আকরের পুরুত্ব অনেক বেশি হওয়ায় লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। খনন কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এলাকাটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে সাইনবোর্ডও লাগানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –