• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

চিরিরবন্দরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আব্দুল হক নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ প্রদান করেন। এ মামলার অন্য একটি ধারায় তিন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহর ছেলে হামিদুল হক এবং একই এলাকার আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৫ সালের ৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেন। এতে বাড়ির ভেতরে থাকা আব্দুল হকের পুড়ে মৃত্যু হয় এবং তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। একইসঙ্গে আসামিরা আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের বাড়ির দরজাও বাইর থেকে আটকে অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পরের দিন নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –