• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে কৃষকের প্রায় ১০একর আবাদী জমির বোরো ধান। ভাটার মালিক পক্ষ এ ক্ষতিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছে বলে দাবি করেন। কিন্তু কৃষি অফিস জানায় প্রাকৃতিক দুর্যোগে নয় ইটভাটার বিষাক্ত গ্যাসের তাপে পুড়ে গেছে ওইসব জমির ধান।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী কিশামতবানু এলাকায় অবস্থিত ওয়ারেস ব্রিকস ইটভাটার চুল্লি থেকে বের হওয়া গ্যাসে পুড়ে গেছে ওই এলাকার অন্তত ১০একর জমির ধান ও ফলসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সরেজমিনে দেখা যায়, ইটভাটা থেকে যত দূর চোখ যায়, প্রায় সব জমির ধান পুরে সাদা রং ধারণ করেছে৷ হঠাৎ উঠতি ফসলের এমন ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন৷

গোলাপ উদ্দিন নামে এক কৃষক জানান, ধার-দেনা করে তিনি ১৬শতাংশ জমিতে ধান বুনেছিলেন, ফসলও ভাল হয়েছিল। আশা ছিল এই ধান দিয়ে সারা বছর পেটের ভাত চলবে। কিন্ত হঠাৎ পাশ্ববর্তী ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেল তার সে স্বপ্ন।

শুধু গোলাপ উদ্দিনের নয় ওই এলাকার আব্দুস সালাম, অহিজল হক, আ. রাজ্জাক, একরামুলসহ ৩০-৩৫জন কৃষকের প্রায় ১০একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া পাশ্ববর্তী গ্রামের আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ ও ফল বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে।

ইটভাটার গ্যাসের কারণে ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে ইটভাটার ম্যানেজার জাহিদ হোসেন বলেন, এটা প্রাকৃতিক দুর্যোগের পুড়ে গেছে। আর যদি গ্যাসেও পুড়ে যায়ও তাহলে সেটা আমরা আর কৃষকরা বুঝবো। আপনারা এখানে কি করতে আসছেন বলে সাংবাদিকদের প্রতি উত্তর করেন।

ওয়ারেস ব্রিকস এর স্বত্বাধিকারী ওয়ারেস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –