• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চড়ক থেকে পিঠের চামড়া ছিঁড়ে পড়ে গেলেন যুবক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২  

দিনাজপুরের চিরিরবন্দরে চড়ক ঘুরানোর সময় পিঠের চামড়া ছিঁড়ে মাটিতে পড়ে চড়খিয়াল রায় (৩৯) নামে একজন আহত হয়েছেন। চৈত্র সংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব চড়ক পূজা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার তালপুকুর গ্রামে চড়ক পূজায় এ ঘটনা ঘটে। আহত চড়খিয়াল রায় ওই গ্রামের বাসিন্দা। তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্রের শেষ দিনে দিনাজপুরের বিভিন্ন স্থানে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিরিরবন্দরের তালপুকুর গ্রামে পূজার সমাপ্তি উপলক্ষে চড়খিয়াল রায়ের পিঠে লোহার কল গেঁথে চড়ক ঘুরানোর আয়োজন করা হয়। সে সময় দেড়পাক ঘুরতেই ২৫ থেকে ৩০ ফুট উপর থেকে চড়খিয়াল রায়ের পিঠের চামড়া ছিঁড়ে মাটিতে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, চড়খিয়াল রায় বাড়িতে রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –