• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জলঢাকায় জেলা পরিষদের টিউবওয়েল ও সিলিং ফ্যান বিতরণ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে (২০১৯-২০ অর্থবছরে) এডিপির সাধারণ বরাদ্দের অর্থে জেলা পরিষদের বাস্তবায়নে সোমবার বিকেলে জলঢাকা উপজেলার ডাকবাংলোয় ৫৫টি টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩টি সিলিং ফ্যান বিতরণ করেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ও খুটামারা ইউপি সদস্য আব্দুল হান্নান প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বর্তমান সরকারের উন্নয়ন সফলতার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –