• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী এলাকার চারালকাটা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত আড়াই লাখ টাকা জরিমানা করেছে। 

রবিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুব হাসান অভিযুক্তদের এই জরিমান করেন।
 
চার ব্যক্তির মধ্যে জেলার কিশোরীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের শাহীন আলমকে ১ লাখ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, নীলফামারী মনোয়ার হোসেন, আব্দুর রহমান ও মহিদুল ইসলাম নামের এই তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –