• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জামালের বদলে বাংলাদেশের নতুন অধিনায়ক সোহেল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এ ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার জায়গায় অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সোহেল রানাকে।
এ বিষয়ে বাংলাদেশের কোচ জেমি ডে বলেন, কাল জামাল একাদশে থাকছে না। এটা খুবই স্বাভাবিক। সে প্রথম একাদশে না থাকলে বাংলাদেশ দল নতুন অধিনায়ক পাচ্ছে। তবে অধিনায়কত্ব কে করল এটা আসলে খুব বেশি বিবেচ্য বিষয় না।

তিনি আরো বলেন, দলের জন্য সবাইকে সমান দিতে হবে। একে অন্যকে সহযোগিতা করতে হবে। আমাদের দরকার ১১ জন অধিনায়ক। 

এদিকে জামালকে একাদশে না রাখার বিষয়টি জেমি ডে স্পষ্ট বললেও প্লেয়িং স্কোয়াডে রাখবেন কি না তা খোলাখুলি বলেননি। এ বিষয়ে সোহেল রানা বলেন, জামাল ভাই প্রথম ম্যাচটা খেলতেছে না। এরপরও আমরা মধ্যমাঠটা ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।

এদিকে সোহেলই কাললের ম্যাচে অধিনায়কত্ব করবেন বলে জানা গেছে। কিছু দিন আগে বিয়ে করেছেন তিনি। এরই মধ্যে আবার দলের নতুন দায়িত্ব। এমতাবস্থায় দলের প্রতি নিজের কমিটমেন্ট বোঝাতে গিয়ে তার মন্তব্য, ‘নিজে সেরাটা দেব, সবাইকে সেরাটা দেয়ার জন্য উদ্বুদ্ধ করব।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –