• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জার্মানির বন্যায় প্রাণহানিতে ড. মোমেনের শোক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসকে পাঠানো এক বার্তায় ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, বন্যায় যারা এখনো নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন যারা বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা।

এই কঠিন পরিস্থিতি জার্মান কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন ড. মোমেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শতাব্দীর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জার্মানি। মৃতের সংখ্যা ১৫০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো কয়েক হাজার মানুষ।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –