• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঝড়ের নাম ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেছেন এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া ব্যাটসম্যানের আরেকটি ঝড়ো ফিফটিতে শনিবার দুবাইয়ে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অধিনায়ক স্টিভেন স্মিথের (৫৭) ফিফটিতে ছয় উইকেটে ১৭৭ রান তুলেছিল রাজস্থান। জবাবে ডি ভিলিয়ার্সের খুনে ব্যাটিংয়ে দুই বল হাতে রেখেই নয় ম্যাচে নিজেদের ষষ্ঠ জয় তুলে নেয় বেঙ্গালুরু। ২২ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। অধিনায়ক বিরাট কোহলি করেন ৪৩ রান।

দিনের দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে (১০১*) চেন্নাই সুপার কিংসকে (১৭৯/৪) পাঁচ উইকেট হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি ক্যাপিটালস (১৮৫/৫)।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –