• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ট্রাম্প সমর্থকদের সশস্ত্র হামলার শঙ্কা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগের দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সশস্ত্র বিক্ষোভে নামতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এজন্য সতর্ক থাকতেও বলেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানী এবং ওয়াশিংটনে সশস্ত্র গোষ্ঠী জমায়েত হওয়ার পরিকল্পনা করছে।

এদিকে গতকাল সোমবার জো বাইডেন বলেছেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নেওয়ার ব্যাপারে তিনি ভয় পান না। তিনি ও কমলা হ্যারিস ধারণা করছেন, ক্যাপিটলের বাইরে শপথ অনুষ্ঠান হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবার ব্যাপকভাবে সতর্ক অবস্থানে রয়েছেন। ৬ জানুয়ারির সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে খেয়াল রাখছেন তারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –