• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়াল। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৭ জন।

রবিবার (১ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জন শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা সদর ও রাণীশংকলৈ উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের বয়স ৪৫-৮৫ বছরের মধ্যে।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ছয় হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৫০ এবং মারা গেছেন ১৭০ জন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –