• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের টায়ার বিস্ফোরণে একজন নিহত

প্রকাশিত: ৫ মার্চ ২০২১  

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া(৩০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর শহরের গুয়াগাঁও এলাকার এমবি ব্রিকসের (ইটভাটা) কাছে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা হলেন নিহতের মা বাবলী আক্তার(৬০) ও ভাবি কবিতা খানম (৩৫)। নিহত মাসুদ রেজা বসুনিয়া নীলফামারী জেলার সৈয়দপুর পৌর শহরের নতুন বাবু পাড়ার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বসুনিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, নিহত মাসুদ রেজা বৃহস্পতিবার নীলফামারী থেকে জেলার রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান নিহতের মামা শাহরিয়ার আজম মুন্নার বাড়িতে দাওয়াত খেয়ে প্রাইভেটকারযোগে (ঢাকা-মেট্রো ক ১১-১৪২৬) বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে পীরগঞ্জ পৌর শহর অতিক্রম করার পর গুয়াগাঁও নামক এলাকার শাহাজানের ইট ভাটার সামনে প্রাইভেটকারটির টায়ার বিস্ফোরিত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মাসুম রেজার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –