• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী (২৮) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসাহাক আলী ওই ইউনিয়নের করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি বিকাশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, জাবরহাট বাজারের ভাই ভাই ফটোস্ট্যাট, কম্পিউটার অ্যান্ড কসমেটিকসের সত্ত্বাধিকারী ইসাহাক আলী প্রতিদিনের মত সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে তাকে জবাই করে হত্যার পর টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –