• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১৭ মে ২০২২  

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে ২৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩টার দিকে অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ সুপার জানান, ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়লে অস্ত্র দেখতে পান। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। আরও অস্ত্র আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে। ভবনের মালিককে খবর দেওয়া হয়েছে৷ তিনি পঞ্চগড়ে থাকায় আসতে দেরি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করছি। 

পুলিশ সুপার আরও বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রগুলো ব্যবহার হয়েছিল।

স্থানীয়রা বলছে এটি একটি পুরাতন ভবন ছিল। ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয়রা আরও জানান  আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল সেটা। তার নাতি বাপ্পী হাওলাদার পুরাতন বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি বানানোর জন্য নির্মাণ কাজ শুরু করলে শ্রমিকরা সেটি দেখতে পান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –